সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্র বনাম রাজনীতি: সংকটে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ২৫তম বার্ষিক সাধারণ সভায় প্রগতি লাইফের ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে: প্রধান উপদেষ্টা ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাত উল্লাহ খানকে প্রগতি লাইফের শুভেচ্ছা বিধিবহির্ভূত বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ নেয়ার অভিযোগ, আইডিআরএ চেয়ারম্যানকে দুদকে তলব নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সিইও পদে ফারজানা চৌধুরীর পুনঃনিয়োগ বৈষম্যের শিকার খালেক মিয়া ইসলামী ইন্সুরেন্সে স্বপদে ফিরতে চান
জুলাই গণঅভ্যুত্থানের  স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন

জুলাই গণঅভ্যুত্থানের  স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন

নওগাঁ প্রতিনিধি:
স্বৈরাচারবিরোধী সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় ‘জুলাই গণঅভ্যুত্থান’। এই ঐতিহাসিক ঘটনার শহীদ ও আহতদের স্মরণে নওগাঁয় আয়োজন করা হয় প্রতীকী ম্যারাথন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নেন শহীদ পরিবার, আহতদের স্বজন এবং নানা বয়সের মানুষ।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনের পর দৌড় শুরু হয়ে শেষ হয় শহরের নওজোয়ান মাঠে। এতে নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ম্যারাথনে অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন ইতিহাস স্মরণ ও চেতনা জাগানোর জন্য অত্যন্ত সময়োপযোগী। অনেকেই আশা প্রকাশ করেন, প্রতিবছরই এমন কর্মসূচি অনুষ্ঠিত হোক।
কলেজ শিক্ষার্থী জান্নাত আরা রুমি বলেন, “জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দৌড়াতে পেরে গর্বিত। এমন আয়োজন শুধু স্মরণ নয়, আমাদের সচেতনও করে তোলে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফজলে রাব্বি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীন মনন ও গণতান্ত্রিক চেতনার রূপকার। সেই সাহস ও আদর্শ নিয়ে আমরা বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে চাই।”
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন চলছে। তার অংশ হিসেবেই এই প্রতীকী ম্যারাথন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে যে উৎসাহ ও ঐক্য দেখা গেছে, তা আমাদের আশাবাদী করে।”
তিনি আরও বলেন, “১৯৭৪ সালের ওই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তারা ছিলেন সাহস ও স্বপ্নের প্রতীক। তাদের ত্যাগকে স্মরণ করেই আমাদের আগামী দিনের বাংলাদেশ নির্মাণে এগিয়ে যেতে হবে।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com