রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাসাবো ও মতিঝিল সার্কেলসহ বিভিন্ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে এক চক্রের মাধ্যমে প্রতারণা চালিয়ে যাচ্ছে কামরুজ্জামান হিমু নামের এক ব্যক্তি। নিজেকে কখনো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মীয়, আবার কখনো ভূমি মন্ত্রণালয়ের বিশেষ ব্যক্তির প্রতিনিধি পরিচয় দিয়ে হিমু ভূমি অফিসে দালাল চক্রের নেতৃত্ব দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন ও বিভিন্ন সূত্রে জানা গেছে, কামরুজ্জামান হিমুর একটি সুসংগঠিত নেটওয়ার্ক রয়েছে, যার সদস্যরা বিভিন্ন ভূমি অফিসে ‘প্রতিনিধি’ হিসেবে কাজ করে থাকে। তারা সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে সরকারি সেবা পাওয়ার সহজ পন্থা দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আদায় করে। এরপর সময়ক্ষেপণ করে কিংবা সেবা না দিয়ে টাকা আত্মসাৎ করে।
ভূমি অফিস সংশ্লিষ্ট একাধিক কর্মচারী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, হিমু প্রায়ই ভুয়া প্রভাব খাটিয়ে কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করে এবং দাবি করে সে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আত্মীয়। কেউ সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে, তিনি সামাজিক মাধ্যমে মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এই চক্রের বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক এক গুরুতর অভিযোগে উঠে এসেছে, প্রতিবন্ধী নারী ঝরনার সঙ্গে প্রতারণার বিষয়টি। অভিযোগ অনুযায়ী, হিমু তার বাবার থেকে পাওয়া ৬০ অযুতাংশ জমি নামজারির জন্য ওই নারীর কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়। তবে একাধিকবার সময় নেওয়ার পরও তিনি নামজারি করে না দিয়ে, টালবাহানা করতে থাকেন।
ভুক্তভোগী ঝরনা জানান, “সে বারবার বলে আজ করব, কাল করব। আমি প্রতিবন্ধী মানুষ, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিজের নামে করতে গিয়ে এমন প্রতারকের খপ্পরে পড়েছি।”
এ ধরনের প্রতারণার ঘটনায় সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভূমি অফিসের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। হিমুর মতো দালালরা প্রশাসনিক দুর্বলতা এবং জনসচেতনতার অভাবকে পুঁজি করে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে।
বিভিন্ন ভূমি সার্কেলের কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন, হিমুর বিরুদ্ধে বহু অভিযোগ তাদের কাছেও এসেছে। তবে কোনো লিখিত অভিযোগ কিংবা প্রশাসনিক পদক্ষেপ এখনো গৃহীত হয়নি।
সাধারণ মানুষের স্বার্থে দালাল চক্রের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি। ভূমি সেবার ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এসব দালালচক্রের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা জরুরি।