বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে এক হচ্ছে সাত কলেজ ৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা নরসিংদীতে অতিরিক্ত নামজারী করে অধিগ্রহণের টাকা উত্তোলনের চেষ্টা—জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নরসিংদীর করিমপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত সৌদিতে বাস‑ট্যাঙ্কার সংঘর্ষে ৪২ ভারতীয় নিহতের আশঙ্কা হাসিনার রায়: সজীব ওয়াজেদের সতর্কবার্তা বৈধ-অবৈধ সব ফোনই পাচ্ছে স্বয়ংক্রিয় নিবন্ধন অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হাইকোর্টে মামলার স্থগিতাদেশ: চার বছর ধরে মানবেতর জীবনে নরসিংদীর তানিয়া ও তার শিশু কন্যা

প্রয়োজন না থাকা সত্ত্বেও অনুমোদন পেতে যাচ্ছে নতুন বীমা কোম্পানি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫

নিজস্ব প্রতিবেদক:

প্রয়োজন না থাকা সত্ত্বেও অনুমোদন পেতে যাচ্ছে কৃষিবিদ ইন্স্যুরেন্স লিমিটেড নামে নতুন একটি নন-লাইফ (সাধারণ) বীমা কোম্পানি। মিরপুরের কাজীপাড়ায় সদর দপ্তর স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চেয়ারম্যান থাকছেন ড. মো. আলী আফজাল। বর্তমানে দেশে ৪৬টি সাধারণ বীমা কোম্পানি কার্যক্রম চালাচ্ছে। কৃষিবিদ ইন্স্যুরেন্স অনুমোদন পেলে এ সংখ্যা দাঁড়াবে ৪৭-এ।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরামর্শক (মিডিয়া ও যোগাযোগ) সাইফুন্নাহার সুমি বলেন, কোম্পানির নামের বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে। এর ফলে তারা চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে পারবে। তবে অনাপত্তি মানেই অনুমোদন নয়।

আইডিআরএর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৭ আগস্ট কোম্পানিটির জন্য অনাপত্তি দেওয়া হয় আরজেএসসির নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করতে। দুই বছর পর চলতি বছরের ১৪ আগস্ট আরজেএসসি অনাপত্তিপত্রের বৈধতা নিশ্চিত করতে আইডিআরএকে চিঠি পাঠায়।

আইডিআরএর উপপরিচালক মো. সোলায়মান বলেন, অনাপত্তি দেওয়া হলেও এটি চূড়ান্ত অনুমোদনের নিশ্চয়তা নয়। নিবন্ধন না পেলে আইডিআরএ কোনো দায় নেবে না।

বর্তমানে দেশে ৮২টি বীমা কোম্পানি আছে—এর মধ্যে সাধারণ বীমা ৪৬টি এবং জীবনবীমা ৩৬টি। কৃষিবিদ ইন্স্যুরেন্স অনুমোদন পেলে মোট সংখ্যা দাঁড়াবে ৮৩টিতে। কিন্তু দেশের অর্থনীতির আকারের তুলনায় কোম্পানি বেশি হওয়ায় খাতে অনৈতিক প্রতিযোগিতা বাড়ছে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) পরিচালক এস এম নুরুজ্জামান বলেন, ভারতের তুলনায় বাংলাদেশে বীমা কোম্পানি অনেক বেশি। বর্তমান পরিস্থিতিতে নতুন কোম্পানির প্রয়োজন নেই। বরং নতুন অনুমোদন অনৈতিক প্রতিযোগিতা আরও বাড়াবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com