কুষ্টিয়ার কুমারখালীতে শশুড় কর্তৃক ছেলের বউ ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে শিলাইদহ ইউনিয়নের বড় মাঝগ্রাম খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বড় মাঝগ্রামের খালপাড়ার আজিজুল মন্ডলের ছেলে আরিফ মন্ডলের বিরুদ্ধে।
ভুক্তভোগী নারী জানান, রোববার বেলা ২ টার দিকে তার স্বামী ও শাশুড়ি বাড়িতে না থাকা অবস্থায় তিনি তার ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার শশুড় তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি ঘুম থেকে জেগে শশুড়ের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। এবং পরবর্তীতে বিষয়টি তার স্বামী, শাশুড়ী ও প্রতিবেশীদের জানান। ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও শশুড়কে সমাজিকভাবে কোন বিচারের আওতায় না আনায় তিনি থানায় এজাহার দিয়েছেন বলে জানান।
ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় মেয়ের শশুড় গোপনে ঘরে ঢুকে দরজা আটকে দেয় এবং ধর্ষণ চেষ্টা করে। এসময় তার মেয়ে বাধা দিলে শশুড় আরিফ মন্ডল ওরফে খসরু তার মেয়েকে মারধর করে এবং এক পর্যায়ে তার মেয়ে শশুড়ের হাতে কামড় দিয়ে ঘর থেকে পালিয়ে গিয়ে সতিত্ব রক্ষা করেন। তিনি আরিফ মন্ডলের বিচার দাবী করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনা শুনেছি এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।