সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে রফতানি হলো ১০৭ টন ইলিশ কুড়িগ্রামে ইসলামি ছাত্রশিবিরের“ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের আওয়ামী লীগ প্রসঙ্গে তারেক রহমান বলেছেন,অন্যায় করলে বিচার হতে হবে মাদক সরবরাহকারীকে আটকে রেখে চাঁদা দাবী ঝুঁকিপূর্ণ সেক্টরে বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা উচিত শাস্তির ভয় না থাকলে অ্যান্টি মানি লন্ডারিং নীতিকে গুরুত্ব দেবে না নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স কুড়িগ্রামে দ্বারিক মুক্ত সমবায় সমিতির নামে ৪ কোটি টাকা নিয়ে উধাও কর্মকতা, প্রতারিতদের আর্তনাদ! গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট দলগুলো একমত না হলে জুলাই সন‌দের বাস্তবায়ন পদ্ধ‌তি ঠিক করবে কমিশন: আলী রীয়াজ

কুড়িগ্রামে ইসলামি ছাত্রশিবিরের“ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

MD Mashiur Rahman
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সিঙ্গেল ডিজিট শিক্ষার্থীদের নিয়ে “ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম উপজেলা সদর মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ আব্দুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, ঢাকা মহানগর পূর্বের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচিত ছাত্র পরিবহন সম্পাদক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম”-এর উদ্দেশ্য শুধু পেশা বেছে নেওয়া নয়; বরং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনের লক্ষ্যকে স্পষ্ট করা। আমরা চাই, তোমরা শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হয়েই থেমে না যাও—বরং সমাজের জন্য আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলো।

মনে রেখো, সফল ক্যারিয়ারের মূল হলো — পরিশ্রম, সততা ও আল্লাহভীতি। যে ব্যক্তি তার লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী পরিশ্রম করে, তার সফলতা শুধু নিশ্চিত নয়, বরং স্থায়ীও হয়।

আসুন, আমরা সবাই মিলে এমন এক প্রজন্ম গড়ে তুলি যারা জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে উজ্জ্বল — যারা দেশের ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করবে। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল মতিন ফারুকী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা এবং শাহজালাল সবুজ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।

প্রোগ্রামে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলার দায়িত্বশীল ও বিভিন্ন উপজেলার সিঙ্গেল ডিজিট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি মনোমুগ্ধকর পরিবেশে দোয়া ও নসিহার মাধ্যমে সমাপ্ত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com