সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চাই : মাহবুবুর রহমান হাসপাতাল লুটেপুটে খেলো বীমা কর্মকর্তা আলাউদ্দিন বিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম ভারতে রফতানি হলো ১০৭ টন ইলিশ কুড়িগ্রামে ইসলামি ছাত্রশিবিরের“ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের আওয়ামী লীগ প্রসঙ্গে তারেক রহমান বলেছেন,অন্যায় করলে বিচার হতে হবে মাদক সরবরাহকারীকে আটকে রেখে চাঁদা দাবী ঝুঁকিপূর্ণ সেক্টরে বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা উচিত শাস্তির ভয় না থাকলে অ্যান্টি মানি লন্ডারিং নীতিকে গুরুত্ব দেবে না নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স

ভারতে রফতানি হলো ১০৭ টন ইলিশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

এবারের পূজায় ১ হাজার ২০০ টনের মধ্যে ১০৭ টন ২২৬ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। অনুমতির ১২০০ টনের মধ্যে মাত্র ১০৭ টন ২২৬  কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। দেশের  ৩৭ জনের মধ্যে মাত্র ১৬ জন রফতানি কারক  ভারতে ইলিশ রফতানি করতে পেরেছেন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রফতানি হয়েছে ১০৬ টন ৩৪ কেজি এবং  আখাউড়া বন্দর দিয়ে ভারতে গেছে  ১১৯২ কেজি। ইলিশ উৎপাদন ঘাটতি ও দামের উধ্বগতীর কারনে রফতানির লক্ষমাত্রা পুরন হয়নি দাবি ব্যবসায়ীদের।

বানিজ্যিক সংশিষ্টরা জানান, ইলিশ আগে সাধারন মাছের মত রফতানি পণ্যের তালিকায় থাকলেও উৎপাদন ঘাটতি দেখিয়ে ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ করে বিগত সরকার। পরে ২০১৯ সালে এসে বিশেষ বিবেচনায় আবারও শুধু দুর্গা পূজার সময় শর্ত সাপেক্ষে ইলিশ রফতানির অনুমতি দেয়। এর পর থেকে প্রতিবছর ইলিশ যাচ্ছে ভারতে। এবছর অন্তবর্তী কালিন সরকার গত ১৬ সেপ্টেম্বর দেশের ৩৭ জন রফতানি কারককে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল।

গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইলিশ রফতানি। শর্ত অনুযায়ী আজ ০৫ অক্টোবর রফতানির শেষ দিন। তবে নিদিষ্ট সময়ের মধ্যে ৩৭ জনের মধ্যে ১৬ জন ব্যবসায়ী মাত্র ১০৭ টন ২২৬ কেজি ইলিশ রফতানি করতে পেরেছেন। বাকি ২১ জন কোন ইলিশ রফতানি করতে পারেনি। এর আগে গত বছর ৪৯ জন রফতানিকারককে ২৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল। সে সময় ও ৪৯ জনের মধ্যে মাত্র ২৬ টি প্রতিষ্ঠান ৫৩২ টন ইলিশ রফতানি করেছিল। এদিকে ইলিশ রফতানির ক্ষেত্রে  সক্ষমতা যাচাই না করে রাজনৈতিক বিবেচনায় রফতানিকারক নির্বাচন করায় রফতানিতে বৈদেশিক মুদ্রা আহরনের লক্ষমাত্রা অর্জন বার বার ব্যর্থ হচ্ছে।

মৎস দপ্তরের তথ্য বলছে, ২০২৩ সালে ৭৯ প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও রপ্তানি হয়েছিল মাত্র ৬৩১ দশমিক ২৪ টন। ২০২২ সালে ৫৯ প্রতিষ্ঠানকে ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিলেও রপ্তানি হয়েছিল মাত্র ১ হাজার ৩০০ টন। ২০২১ সালে ১১৫ প্রতিষ্ঠানকে দেওয়া ৪ হাজার ৬০০ টন অনুমোদনের বিপরীতে রপ্তানি হয়েছিল ১ হাজার ৬৯৯ টন। ২০২০ সালে দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৫০ টন অনুমতি দিলেও ভারতে গিয়েছিল ৫০০ টন। ২০১৯ সালে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার, তবে রপ্তানি হয়েছিল ৪৭৬ মেট্রিক টন ইলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com