রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

কিছুটা প্রতিরোধ গড়েছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষ রক্ষা করতে পারল না। টি ব্রেকে যাওয়ার মিনিট বিশেক আগে অলআউট হলো ২৯১ রানে। সিলেটের পর মিরপুরে বড় ব্যবধানে জিতল বাংলাদেশ। সেই সঙ্গে দুই ম্যাচের সিরিজ ২-০ তে জয়।

মিরপুরে মাইলফলকের ম্যাচে দারুন পারফরম্যান্স দেখান শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে ক্যারিয়ারের শততম টেস্ট কে স্মরণীয় করে রাখলেন মুশফিক। বল হাতে এই টেস্ট স্পিনার তাইজুল ইসলামের জন্য ও মাইলফলক হয়ে থাকবে। টেস্টে এখন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৫০ উইকেটের মালিক তাইজুল।

৬ উইকেটে ১৭৬ রানে দিন শুরু করা আয়ারল্যান্ড ৫ম দিনে টিকে ছিল ৫৯.৩ ওভার। প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর মনে হচ্ছিল যে কোন মুহূর্তে গুটিয়ে যেতে পারে আইরিশরা। তবে কার্টিস ক্যাম্ফারের সঙ্গে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন গ্যাভিন হোয়ে। দুজন মিলে ৯ম উইকেট জুটিতে ১৫১ বলে যোগ করেন ৫৪ রান। তাদের ওই প্রতিরোধ ভাঙে হাসান মুরাদের বলে গ্যাভিন হোয়ে। পরের বলেই ফেরেন ম্যাথিউ হ্যামফ্রিস। তাতেই অলআউট হয় আয়ারল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ শিকার করেন চারটি করে উইকেট। মুরাদ ৪৪ রানে ও তাইজুল ১০৪ রান খরচ করে ৪ টি করে উইকেট শিকার করতে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com