সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেরত আনা হলো সৌদিতে আটকে থাকা ৩৮ কোটি টাকা ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা সিংড়ায় অবৈধ কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ নড়াগাতীর থানার রামপুরা গ্রামে পারিবারিক কলহে ছোট ভাইয়ে আঘাতে বড় ভাই, ভাতিজা গুরুতর আহত কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর সদর ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ ফারইষ্টের শহিদকে ঘিরে ক্ষোভের আগুন বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত প্রথমবারের মতো টাইফয়েড টিকা দেওয়া শুরু হচ্ছে আজ

ফারইষ্টের শহিদকে ঘিরে ক্ষোভের আগুন

তুহিন ভূঁইয়া:
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪

অতীতের সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এখন ক্রমবিকাশমান অগ্রগতির পথে—এই শিরোনামে ছাপা হয়েছে কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহিদুল ইসলামের এক সাক্ষাৎকার। কিন্তু পত্রিকায় প্রকাশিত ওই সাক্ষাৎকারটি ফেসবুকে পোস্ট হতেই বীমা গ্রাহক ও সাধারণ পাঠকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। সাক্ষাৎকার ঘিরে ফেসবুকের মন্তব্যের ঘরে ক্ষোভের আগুন ঝরছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সাক্ষাৎকারের কপিতে একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে ওঠে কমেন্টবক্স। অনেকে অভিযোগ করেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের অগণিত গ্রাহক বছরের পর বছর ধরে বীমা দাবি (ক্লেইম) না পেয়ে ভোগান্তিতে রয়েছেন।

তাহমিনা আক্তার নামে একজন মন্তব্য করেছেন, “জীবনে সবচেয়ে বড় ভুল করলাম ফারইস্টে বিমা করে।”
ইয়াসিন চৌধুরী লিখেছেন, “হুমুন্দি কয় কিরে?”


পারভেজ হোসেন আলভি একই সুরে লিখেছেন, “হুমুন্দি কয় কিরে? আমার টাকা এখনও পাইনি।”

জয়নাল নামে একজন মন্তব্য করেছেন, “অগ্রগতি কী হয়েছে ভাই? শালী আর দুলাভাইয়ের আধিপত্য, সজনপ্রীতি, দুর্নীতি, টাকা আত্মসাৎ—এসব না থামলে ফারইস্ট ঘুরে দাঁড়াবে না। ৪-৫ বছর ধরে গ্রাহকের টাকা আত্মসাৎ করছে, উলটপালট লেখালেখি করে বিভ্রান্ত করবেন না।”

আবু জাফর মিজবা মন্তব্য করেছেন, “শতভাগ মিথ্যা কথা। ওনি একজন মূর্খ এমডি ছিলেন। ওনার সময়েই ফারইস্টের সবচেয়ে বেশি অধঃপতন হয়েছে।”


ইব্রাহীম কামাল লিখেছেন, “কথায় নয়, কাজে প্রমাণ করুন। তেলবাজ কর্মকর্তারা পরিচালকদের দুর্নীতির সুযোগ করে দিয়েছে। পুরো বীমা শিল্পটাই শেষ করে দিয়েছেন আপনারা।”


সামসুল আলম জাকারিয়া মন্তব্য করেছেন, “অতীতের বিমা দাবি পরিশোধ করে তারপর আরামের গল্প বলুন। মাঠকর্মীরা কষ্ট করে পলিসি বিক্রি করে, আর হেড অফিসে টাকা হাওয়া হয়—এটাই আসল সমস্যা।”

এমন অসংখ্য সমালোচনামূলক মন্তব্যে ভরে গেছে ফেসবুকে পোস্ট করা সেই সাক্ষাৎকার।

বীমা খাতের সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের অভ্যন্তরীণ সংকট, দুর্নীতি, অনিয়ম ও ব্যবস্থাপনা অদক্ষতার কারণে কোম্পানিটির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাহকদের দাবি টাকা পরিশোধে বিলম্ব এবং অভিযোগ নিষ্পত্তিতে অনীহা প্রতিষ্ঠানটির ওপর আস্থার সংকট আরও গভীর করেছে।

এদিকে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে পারিবারিক আধিপত্য, পদায়ন নিয়ে পক্ষপাতমূলক সিদ্ধান্ত, এবং প্রভাবশালী পরিচালকদের প্রভাব খাতে নানামুখী অসন্তোষ তৈরি করেছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও দায়বদ্ধতা না ফিরলে “অগ্রগতির পথে” দাবি কেবল কথার মধ্যে সীমাবদ্ধই থাকবে।

বিষয়টি নিয়ে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহিদুল ইসলামের মুঠোফোনে একাধীকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com