সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা–মায়ের সঙ্গে অভিমানে সিংড়ায় যুবকের মর্মান্তিক আত্মহত্যা কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ: তবু মিলছে না গ্যাস রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টুর জামায়াতে যোগদান ঘিওর–দৌলতপুর–শিবালয়ের সার্বিক উন্নয়নে ভোটারদের প্রতি মোহাম্মদ ইলিয়াস হুসাইনের আহ্বান জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তিন জেলার অবকাঠামো উন্নয়নে ২,৫০০ কোটি টাকার সুকুক বন্ড ইস্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৫০০ কোটি টাকার ‘সুকুক’ বা ইসলামী বন্ড ইস্যু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় এ সুকুক ইস্যুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার ব্যাংকের ডেপুটি গভর্নর ও শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিপরীতে সাত বছর মেয়াদি এই সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়।

‘আইআরআইডিপিএনএফএল সোসিও–ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ নামে এই বন্ডটি ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে। এ থেকে সংগৃহীত অর্থ দিয়ে তিন জেলার ২০টি উপজেলায় সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষাকরণ কাজের পাশাপাশি হাট-বাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই সুকুক ইস্যু করার পরিকল্পনা রয়েছে। এর আগে বিশেষ উদ্দেশ্যে গঠিত স্পেশাল পারপাস ভেহিকলের (এসপিভি) মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ২৪ হাজার কোটি টাকার মোট ছয়টি সুকুক বন্ড ইস্যু করেছে। নতুন এই বন্ডটি হবে সরকারের সপ্তম সুকুক ইস্যু।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সুকুক ইস্যুর মাধ্যমে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সমন্বিত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অকৃষি অর্থনীতির গতি বৃদ্ধি এবং পরিবহন ব্যয় ও সময় সাশ্রয় সম্ভব হবে। পাশাপাশি এটি দেশের ইসলামী আর্থিক খাতের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com