দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৫০০ কোটি টাকার ‘সুকুক’ বা ইসলামী বন্ড ইস্যু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় এ সুকুক ইস্যুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার ব্যাংকের ডেপুটি গভর্নর ও শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিপরীতে সাত বছর মেয়াদি এই সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়।
‘আইআরআইডিপিএনএফএল সোসিও–ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ নামে এই বন্ডটি ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে। এ থেকে সংগৃহীত অর্থ দিয়ে তিন জেলার ২০টি উপজেলায় সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষাকরণ কাজের পাশাপাশি হাট-বাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই সুকুক ইস্যু করার পরিকল্পনা রয়েছে। এর আগে বিশেষ উদ্দেশ্যে গঠিত স্পেশাল পারপাস ভেহিকলের (এসপিভি) মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ২৪ হাজার কোটি টাকার মোট ছয়টি সুকুক বন্ড ইস্যু করেছে। নতুন এই বন্ডটি হবে সরকারের সপ্তম সুকুক ইস্যু।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সুকুক ইস্যুর মাধ্যমে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সমন্বিত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অকৃষি অর্থনীতির গতি বৃদ্ধি এবং পরিবহন ব্যয় ও সময় সাশ্রয় সম্ভব হবে। পাশাপাশি এটি দেশের ইসলামী আর্থিক খাতের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।