সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা–মায়ের সঙ্গে অভিমানে সিংড়ায় যুবকের মর্মান্তিক আত্মহত্যা কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ: তবু মিলছে না গ্যাস রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টুর জামায়াতে যোগদান ঘিওর–দৌলতপুর–শিবালয়ের সার্বিক উন্নয়নে ভোটারদের প্রতি মোহাম্মদ ইলিয়াস হুসাইনের আহ্বান জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রংপুর বিজিবির অভিযানে এক মাসে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

মোঃ মেশিনটা রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি: 
  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

 

রংপুর রিজিয়নের আওতাধীন ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ডিসেম্বর–২০২৫ মাসে পরিচালিত সমন্বিত ও ধারাবাহিক অভিযানে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুড়িগ্রাম বিজিবি হলরুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রংপুর রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, এক মাসের অভিযানে ৭০ জন আসামিসহ আনুমানিক ৭ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪৮৯ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন নেশাজাতীয় সিরাপ।

এছাড়া অভিযানে ৬টি বিদেশী পিস্তল ও ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। চোরাচালান বিরোধী অভিযানে ১৬৪টি গরু ও ৩৩টি মহিষসহ মোট ১৯৭টি গবাদিপশু উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল, কসমেটিকস, কাপড়, কীটনাশক, জিরা, বাইসাইকেল ও কষ্টিপাথরসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
মানব পাচার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জনকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জাল টাকা পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, জনকল্যাণমূলক দায়িত্ব পালনের অংশ হিসেবে ডিসেম্বর মাসে ১ হাজার ১২৫ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং ১ হাজার ১০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় রংপুর রিজিয়নে অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com