নাটোরের সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. নাজনীন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলনবিল সরকারি আইডিয়াল কলেজ, তাড়াশ, সিরাজগঞ্জের প্রভাষক মো. কামরুল হাসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। দিনব্যাপী এ আয়োজন আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, দায়িত্ববোধ ও শিক্ষাঙ্গনের প্রতি ভালোবাসা জাগ্রত করতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক মোঃ আয়েন উদ্দিন। দোয়ার মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নবীনদের সফল শিক্ষাজীবনের কামনা করা হয়।