মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ওই সভার আয়োজন করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ.ন.ম রহুল ইসরাম, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর রশীদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক, সাব-রেজিষ্ট্রার তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাউল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ প্রমূখ।
বক্তারা সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে জনগণের প্রাপ্য সেবা নিশ্চিতের আহ্বান জানান।