সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাকংকন প্রতিযোগীত অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর শিশু একাডেমীর সহযোগীতায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এ আয়োজন করে।
প্রতিযোগীতায় জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান শরিফ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জব্বার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক নজিব আলী ও স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু।
২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
সংশ্লিরা জানিয়েছেন, মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে, সুন্দর ও সম্ভাববনাময় জীবন গড়তে এবং সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে এ চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।