সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
সাভারে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে RAB-4 । অদ্য ২৫ জুন ২০১৮ তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাশন এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেন (২৮)’কে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে এবং পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানাধীন দেওগাঁওস্ত এলাকা হতে অপর মাদক ব্যবসায়ী মোঃ রতন (৩৫)’কে ৩৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট হতে উদ্ধারকৃত সর্বমোট ৫৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে। তারা সাভার এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।