বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

‘রাজধানীর ৩৫% পরিবহন শ্রমিক মাদকাসক্ত’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ৪৯৩

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরীর শতকরা ৩৫% পরিবহন শ্রমিক মাদকাসক্ত। আর এই মাদকাসক্ত পরিবহন শ্রমিকরাই প্রধানত সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। এই তথ্য দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

শনিবার (৪ আগস্ট ২০১৮)  এই তথ্য জানান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। এর প্রতিকারে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে এসব মাদকসেবী বাসচালকদের সনাক্ত করতে অনুরোধ করেন তিনি।

পাশাপাশি অনেক মালিক পরিবহন শ্রমিকদের চুক্তিতে বাস চালাতে দেয়াকে দুর্ঘটনার আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেন। এ চুক্তির কারণে বেশি মুনাফার জন্য বাসগুলো সড়কে রেষারেষিতে লিপ্ত হয়। এতে সড়ক দুর্ঘটনা ঘটে।

পরিবহন মালিক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ছাত্রদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। নিরাপত্তার অভাবে মালিক-শ্রমিকেরা ঢাকাসহ সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে।’

খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ‘এটা আমাদের মালিক-শ্রমিকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয়। মালিক-শ্রমিকদের কোনো সংগঠনের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে গাড়ি বন্ধ রাখতে বলা হয়নি। শ্রমিকরা নিরাপদ বোধ করলেই গাড়ি চলবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com