শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অর্থের প্রলোভনে কিডনি বিক্রির ফাঁদে নিঃস্ব গ্রামবাসী যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ লালমনিরহাটে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে নারী শ্রমিকের সংখ্যা ৬ বছরের কন্যাশিশু লালসার শিকার হয়ে হাসপাতালে ২ লাখ টাকার চুক্তিতে খুন করে প্রবাসীর স্ত্রীকে গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর-মালামাল বিক্রি শাহজাহানপুরে এক যুবককে বলাৎকার: ধর্ষণে দণ্ডিত পিতার পথেই হাঁটছে ছেলে জাহাঙ্গীর! বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে সরকারি অনুদানের টাকা নিয়ে রোগীদের হয়রানির অভিযোগ
ভারতে শিশুর নাম ‌‘তিতলি’ রাখার ধুম পড়েছে!

ভারতে শিশুর নাম ‌‘তিতলি’ রাখার ধুম পড়েছে!

ভিশন বাংলা ডেক্সঃ গত বৃহস্পতিবার ভারতে ঘূর্ণিঝড় তিতলি আঘাত হানে। এই ঝড়ের আঘাতে ওড়িশা প্রদেশের গঞ্জাম, জগতসিংপুর এবং নয়াগড় জেলার কয়েকশ’ পরিবার এখনও ত্রাণ শিবিরে রয়েছে। আর এ সময়ে যেসব কন্যাসন্তানরা জন্মেছে বা জন্ম নিচ্ছে তাদের নাম তিতলি রাখার ধুম পড়ে গেছে।

গত বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তিতলি। সেদিনই ছত্রপুর হাসপাতালে সকাল ৬টা ৫ মিনিট এবং ৬টা ১২ মিনিটে গৃহবধূ আল্লেম্মার যমজ কন্যা হয়। বড় মেয়ের জন্মের সময়ই তিতলি আছড়ে পড়েছিল। তাই এখন দুই মেয়ের নামই তিতলি রাখতে চান তিনি।

এদিকে, ছত্রপুর হাসপাতালে ওই দিনই সকাল সাতটা নাগাদ মেয়ের জন্ম দেন বিমলা দাস। তিনিও তার মেয়ের নাম রাখতে চান তিতলি।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে আস্কা অঞ্চলের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ৯টি শিশু জন্মায়।

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানান, ওই শিশুরা সবাই মেয়ে। বাবামায়েরা তাদের সবার নাম রেখেছেন তিতলি।

শুক্রবার সন্ধ্যায় হিঞ্জলি এলাকার স্বাস্থ্যকেন্দ্রে  চারটি শিশু জন্মেছে। এরমধ্যে একটি কন্যাসন্তান। তার নামও রাখা হয়েছে তিতলি।

সূত্র: এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com