মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :

বাংলাদেশ থেকে পরিচালিত একাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট বন্ধ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৪৪৫

নিউজ ডেস্কঃ বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশে খোলা ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফেসবুকে নজরদারি জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক কর্তৃপক্ষ এক পোস্টে এসব তথ্য জানায়।

বাংলাদেশের বন্ধ হওয়া পেজগুলো হচ্ছে- বিডিএসনিউজ ২৪ ডটকম, বিবিসি-বাংলা নামে ভুয়া অ্যাকাউন্ট, নিউজ দিনেররাত ২৪ ডটকম। তবে বন্ধ ফেসবুক অ্যাকাউন্টগুলোর তথ্য প্রকাশ করা হয়নি।

ফেসবুকের নিয়োগকৃত গ্রাফিকা নামে একটি প্রতিষ্ঠানের রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশের ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

বন্ধ পেজগুলোর মধ্যে একটির ফলোয়ার সংখ্যা ছিল ১১ হাজার ৯০০ জন। বন্ধ হওয়া পেজগুলো বুস্ট করতে (বিজ্ঞাপন বাবদ) ৮০০ মার্কিন ডলার ব্যয় করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com