রবিবার, ০৬ Jul ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীতে ৩ ব্যবসায়ী আটক

গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীতে ৩ ব্যবসায়ী আটক

নিউজ ডেস্কঃ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটকরা হলেন- মো. ওয়াহিদুন্নবী (৪৭), আরাফাত তারুন্য তামাদি (৩৭) ও আব্দুল্লাহ জাবিদ (৪৫)।

শুক্রবার দুপুরে র‌্যাব-২ এর উপ-অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। তারা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে আসছিল।

মহিউদ্দিন ফারুকী বলেন, আটকরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন মনগড়া প্রচারণা চালাচ্ছিল। দেশজুড়ে মাদকের বিরুদ্ধে চলা যুদ্ধকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করছিল। তারা তিনজনই পেশায় ব্যবসায়ী।

আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসপি ফারুকী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com