শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
নিউজ ডেস্কঃ নির্বাচন-পরবর্তী করণীয় নির্ধারণে আজ সোমবার বিকালে জরুরি বৈঠকে ডেকেছেন বিএনপির নীতিনির্ধারকরা। আজ সোমবার বিকাল ৪টায় গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর হবে ২০-দলীয় জোটের বৈঠক। ইতোমধ্যেই অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে জোটটি। এমন পরিস্থিতিতে দল ও জোটের করণীয় চূড়ান্তে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এর আগে নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। তবে সে বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারিত হবে আজকের বৈঠকে।