মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রথমবারের মতো ১৯৯৬ সালে নির্বাচনে জিতে দেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করে। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরে টানা তৃতীয়বার ও মোট চারবারের মতো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বঙ্গবন্ধুকন্যা। তারপর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রী তাঁর আজকের ভাষণে নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতি রোধ, সুশাসন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে।