মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
মোংলা প্রতিনিধঃ মোংলার সুন্দরবনের চরেরখাল এলাকা থেকে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড সদস্যদের অভিযানের মুখে অস্ত্র ফেলে দস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে ওই এলাকায় তল্লাশী চালিয়ে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে: আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শুক্রবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া সংলগ্ন চরেরখালে একদল বনদস্যু অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে দস্যুদের ফেলে যাওয়া দুইট একটি একনালা বন্দুক উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র বিকেলে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড কর্মকর্তা মাহমুদ বলেন, পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনের দস্যুতা রোধে এ অভিযান অব্যাহত থাকবে।