মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন এ শ্লোগানকে ধারন করে ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের আয়োজনে”পুলিশ সেবা সপ্তাহ” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৭ জানুয়ারি)সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা ইনসার্ভিস ট্রেনিং সেন্টার,অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোঃ আব্দুল্লাহ সদর সার্কেল,ডিআইও-১ নাজমুল আলম,সদর থানার ওসি আসিকুর রহমান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।