শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সন্ধ্যায় নেয়া হচ্ছে সিঙ্গাপুরে

উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সন্ধ্যায় নেয়া হচ্ছে সিঙ্গাপুরে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে। এ অবস্থায় তার পরবর্তী চিকিৎসা কী হবে তা নিয়ে বৈঠকে বসেছে একটি মেডিকেল বোর্ড।

রোববার (৩ মার্চ) সকালে বিএসএমএমইউ এর কার্ডিওলজি বিভাগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়।

আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের বরাত দিয়ে বিপ্লব বড়ুয়া জানান, এনজিওগ্রাম করে ওবায়দুল কাদেরের হার্টে ব্লকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তার চিকিৎসকার একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এখন বোর্ডর চিকিৎসকরা তার চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে তা নিয়ে আলোচনা করছেন।।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুণ বলেন, ‘ওনার হার্ট অ্যাটাক হয়েছে। এখন একটু স্টেবল। ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্তে বোর্ড বসেছে।‌ ওনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com