সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। আন্তঃজেলা গাড়ি চোর চক্র ও ডাকাত দলের সদস্য দাবি করেছে র্যাব।শুক্রবার (৫ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।
নিহতরা হলেন- নাইম (৩৫) ও জামাল (৩৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।র্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে একটি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাচ্ছিল। তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র্যাবের চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় তাদের থামতে সংকেত দেওয়া হলে ডাকাত দল র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছঁড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়।এ ব্যাপারে বিস্তারিত আরো পরে জানানো হবে জানান মোস্তফা কামাল।