বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্কঃ জয়পুরহাটের বানিয়াপাড়ার পুলিশ বক্সের পাশে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী এবং তিন জন শিশু।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্কতা মুমিনুল হক (ওসি-তদন্ত) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বগুড়া থেকে আসার পথে জয়পুরহাটের বানিয়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।