বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

মোবাইল ফোন বা হেডফোন কানে লাগিয়ে রাস্তা পার হলেই আটক

মোবাইল ফোন বা হেডফোন কানে লাগিয়ে রাস্তা পার হলেই আটক

ডেস্ক নিউজ: চট্রগ্রাম নরীতে ট্রাফিক সচেতনতায় বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার সকাল থেকে নগরীর ব্যস্ততম জিইসি মোড় এলাকায় নগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের ডিসি হারুনুর রশীদ হাজারীর নেতৃত্বে ট্রাফিক সচেতনতামুলক অভিযান শুরু হয়।

অভিযানে মোবাইল ফোনে কথা বলতে বলতে বা হেডফোন ব্যবহার করে গান শুনতে শুনতে রাস্তা পারাপার , সিট বেল্ট এবং হেলমেড ব্যবহার ছাড়া গাড়ি ও মোটরসাইকেল চালানোর ব্যাপারে যাত্রী ও পথচারীদের সতর্ক করা হয়। অভিযানে যেসকল পথচারী মোবাইল ফোনে কথা বলতে বলতে ও বা হেডফোনে গান শুনতে শুনতে ব্যস্ততম রাস্তা পার হন তাদের তাৎক্ষনিত আটক করে সতর্ক করা হয় এবং হেডফোন কেড়ে নিয়ে গাড়ির চাকার নিচে পিষ্ট করা হয়।

অভিযান প্রসঙ্গে ডিসি ট্রাফিক (উত্তর) হারুনুর রশীদ হাজারী জানান, অবৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি পথচারী তথা নগরবাসীকে সচেতন করতে এই সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পথচারীরা নিজেরা সচেতন না হলে সড়ক দূর্ঘটন প্রতিরোধ বা সুষ্টু ট্রাফিক ব্যবস্থাপনাও সম্ভব নয়। যারা ফোনে কথা বলতে বলতে বা হেডফোনে গান শুনতে শুনতে গাড়ি চালান বা রাস্তা পারাপার হন তারা অমনোযোগি থাকেন। এর ফলে তারা দুর্ঘটনার শিকার হন অথবা দূর্ঘটনার কারন হন। তাই সবাইকে সতর্ক ও সচেতন করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, মোটরসাইকেলের চালক ও দ্বিতীয় আরোহীরও হেলমেট ব্যবহার করা ইতিমধ্যে বাধ্যতামুলক করা হয়েছে। ফিটনেস বিহীন বা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহন আটক ও মামলা দিয়ে জরিমানা আদায় করা হচ্ছে। গত ১৬ এপ্রিল থেকে নগরীতে ট্রাফিক পক্ষ-২০১৯ শুরু হয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই পক্ষ পালিত হবে বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com