শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পারাপারের সময় টোল দিয়ে নিজের গাড়িবহর পার করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার বিকেলে শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী। দলের প্রতিনিধি সভায় আসার পথে মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর এলাকার সেতু পারাপারে নিজের গাড়ি বহর টোল দিয়ে পার করেন সেতুমন্ত্রী।
সভা শেষে ঢাকায় ফেরার পথে গাড়ি বহরের ফিরতি টোল দেন মন্ত্রী। আসা ও যাওয়া মিলিয়ে দুই বার গাড়িবহরের ১৯টি গাড়ির জন্য ১ হাজার ৫৬০ টাকা টোল দেন সেতুমন্ত্রী।
এ ব্যাপারে গাড়ি বহরে থাকা সংশ্লিষ্টরা জানায়, সেতুটির মালিক সড়ক ও সেতু মন্ত্রণালয়। তারপরও সেতুমন্ত্রী সব সময়ই যেকোনো সেতু পারাপারে টোল দিয়ে সচেতনতা সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে থাকেন।