বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে উদ্বোধন হয়েছে র্যাব কর্তৃক নির্মিত জঙ্গিবাদ বিরোধী বিজ্ঞাপন (TVC) প্রচারানুষ্ঠান। এ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ সোমবার দুপুরে র্যাবের কারওয়ান বাজার কার্যালয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন হয়।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আজ একটি ভিন্ন মাত্রায় জঙ্গি নির্মূলের বিজ্ঞাপন উদ্ধোধন হলো।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম। অতিরিক্ত আইজিপি বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি জনাব মো: আছাদুজ্জামান মিয়া, বিপিএম, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশের উধর্বতন কর্মকর্তাগণ।