বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৬ বছরের কন্যাশিশু লালসার শিকার হয়ে হাসপাতালে ২ লাখ টাকার চুক্তিতে খুন করে প্রবাসীর স্ত্রীকে গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর-মালামাল বিক্রি শাহজাহানপুরে এক যুবককে বলাৎকার: ধর্ষণে দণ্ডিত পিতার পথেই হাঁটছে ছেলে জাহাঙ্গীর! বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে সরকারি অনুদানের টাকা নিয়ে রোগীদের হয়রানির অভিযোগ বাগমারায় পথশিশু ধর্ষণ: সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি আসামি আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে মাশরাফি

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে মাশরাফি

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে আজ শনিবার দিনের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

এ ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে আমরা জয়ের জন্যই মাঠে নামব। আমরা আমাদের কাজ ঠিকভাবে করতে পারলে জয় পাওয়া কঠিন কিছু হবে না।

মাশরাফি বলেন, আমরা আমাদের খেলা ভালোভাবে খেলতে পারলে আশা করি ভালো একটি ম্যাচ হবে যেটা আমরা প্রথম ম্যাচে খেলতে পেরেছি। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে আমরা ক্লোজ ম্যাচ হেরেছি। এতে অবশ্যই আমরা হতাশ। কাল টুর্নামেন্টের সেরা দলের বিপক্ষে খেলতে নামব। অনেকেই বলছে, এবার ইংল্যান্ডের ট্রফি জেতার সম্ভাবনা আছে। কিন্তু যেকোনো দলের বিপক্ষে আমরা জয়ের জন্য মাঠে নামি। এই ম্যাচেও সেই মানসিকতা নিয়ে মাঠে নামব।

তিনি আরও বলেন, বিশ্বকাপের মতো মঞ্চে এসে জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই। সেমিফাইনালে যেতে হলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের সাথে জিতলে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। বিশ্বকাপে আমরা প্রথম তিনটি ম্যাচ এমন দলগুলোর সঙ্গে খেলছি যাদের এই কন্ডিশনের সাথে বেশি স্যুট করে। সবকিছু ঠিকঠাকভাবে করতে পারলে আশা করি এই ম্যাচটি আমরা জিততে পারব। আমরা নিজেদেরকে ছোট দল ভাবছি না।

২০১৭ সালে কার্ডিফে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ।

এ বিষয়ে মাশরাফি বলেন, কার্ডিফে ২০১৭ সালে আমরা যখন খেলেছিলাম সেই ম্যাচে স্পিনাররা বড় ভূমিকা রেখেছিল। তাছাড়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এখানে ভারতের বিপক্ষে যে ম্যাচটি খেললাম সেই ম্যাচেও কিন্তু স্পিনাররা ভালো করেছে। ইংল্যান্ডের এখন আসল কৌঁশল হচ্ছে তারা বড় রান করবে। ওরা যদি ওদের পরিকল্পনায় সফল হয় তাহলে আমরা ব্যর্থ হব। আর আমরা যদি ওদের পরিকল্পনাকে ভেস্তে দিতে পারি তাহলে আমরা সফল হব।

তিনি বলেন, এখানে আমরা দুইটি ম্যাচ খেলে দুইটিতে জিতেছি। এখানে ভালো স্মৃতি আছে আমাদের। কিন্তু ইংল্যান্ডও দুইটি পয়েন্টর জন্য অপেক্ষা করছে। কাল নতুন দিন। আমরা গত দুই ম্যাচে যেভাবে খেলেছি সেই পরিকল্পনা নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com