রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনার অদূরে চট্টগ্রাম বন্দরের প্রবেশপথের কাছে কর্ণফুলী নদীতে দুইটি জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম বন্দরের জেটি থেকে কোনো জাহাজ বের হতে পারছে না, কোনো জাহাজ বাইরে থেকেও বন্দরে প্রবেশ করতে পারছে না। টাগ বোট দিয়ে জাহাজ দু’টিকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
শুক্রবার (১৪ জুন) সকাল পৌনে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এই সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি ওয়েল ট্যাংকার বন্দরের জেটি থেকে বহির্নোঙ্গরের দিকে যাচ্ছিল, অন্যদিকে বহির্নোঙ্গর থেকে কন্টেইনারবাহী একটি জাহাজ বন্দরের জেটিতে প্রবেশ করছিল। অন্য একটি জাহাজকে বাঁচাতে গিয়ে ওই দুইটি জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।’
সচিব জানান, জাহাজ দু’টিকে টাগ বোট দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। জাহাজ দু’টি না সরিয়ে নেওয়া গেলে বন্দরে জাহাজ যাতায়াত শুরু হবে।