সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাত উল্লাহ খানকে প্রগতি লাইফের শুভেচ্ছা বিধিবহির্ভূত বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ নেয়ার অভিযোগ, আইডিআরএ চেয়ারম্যানকে দুদকে তলব নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সিইও পদে ফারজানা চৌধুরীর পুনঃনিয়োগ বৈষম্যের শিকার খালেক মিয়া ইসলামী ইন্সুরেন্সে স্বপদে ফিরতে চান সাতক্ষীরার সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর ধূমপানের অতীত ইতিহাস… পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বশিরউদ্দীন হোমল্যান্ড লাইফের অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করল উচ্চ আদালত নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
মঙ্গলবার সামরিক করবস্থানে দাফন করা হবে এরশাদকে

মঙ্গলবার সামরিক করবস্থানে দাফন করা হবে এরশাদকে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আগামী মঙ্গলবার বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। জাতীয় পার্টির মুখপাত্র সুনীল শুভ রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী মঙ্গলবার বনানীর সামরিক কবরস্থানে এইচ এম এরশাদকে দাফন করা হবে। আজ জোহরের নামাজের পর সেনা কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা শেষে সিএমএইচ-এর হিমঘর রাখা হবে মৃতদেহ।

তিনি আরো জানান, আগামীকাল সোমবার সকাল সাড়ে দশটায় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা এবং আছরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পর দিন মঙ্গলবার সকালে রংপুরে তার জানাজা শেষে ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে সমাহিত করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগার পর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান হুসেইন মুহম্মদ এরশাদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com