সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুরে বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে এক গৃহকর্মীকে ধর্ষণ ও কৌশলে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহকর্মী দুলালী আক্তার নিজে বাদী হয়ে গৃহকর্তা মো. আরমান ওরফে ভান্ডারীর (৩৮) বিরুদ্ধে বুধবার রাতে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। রাতেই সৈয়দপুর থানা পুলিশ মামলার আসামি আরমান ওরফে ভান্ডারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মো. আরমান ওরফে ভান্ডারী (৩৮) শহরের বাঁশবাড়ী হানিফ মোড় এলাকার সাগিরের ছেলে।
মামলার আরজি থেকে জানা যায়, শহরের বাঁশবাড়ী ক্যাম্পের কামরুদ্দিন ওরফে চেয়ারম্যানের মেয়ে দুলালী আক্তার ওরফে দুলালী (৩২)। তিনি শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকার বাসিন্দা স্বামী মো. আরমান হোসাইনের খারাপ আচরণে অতিষ্ঠ হয়ে ৬/৭ মাস আগে বাবার বাড়িতে চলে আসেন। এরপর তিনি শহরের সাহেবপাড়া তেঁতুলগাছ মোড় এলাকার জনৈক আশরাফুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে অবস্থান করে আসছিলেন। আর শহরের বাঁশবাড়ী হানিফ মোড় এলাকার জনৈক আরমান ওরফে ভান্ডারীর স্ত্রী অনুপস্থিতিতে তাঁর বাড়িতে গৃহকর্মীর কাজ নেয়। সেখানে কাজ করার সুবাদে গৃহকর্তা আরমান ভান্ডারী গৃহকর্মীর দুলালীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে আরমান ওরফে ভান্ডারী বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে তাঁর বাড়িতে গৃহকর্মী দুলালীর সঙ্গে একাধিকবার দৈহিক মেলামেশা করে। সর্বশেষ গেল ১৪ মে আরমান ওরফে ভান্ডারী তার বাড়িতে ওই নারীকে আবারো ধর্ষণ করে। এ অবস্থায় দুলালী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি আরমান ভান্ডারীকে জানায়। তখন আরমান দুলালীকে বিয়ে করাসহ সবকিছু ঠিক করে দেওয়ারও আশ্বাস দেয়। এরপর গত ২২ জুলাই দুলালীকে একটি ওষুধ খেতে দিয়ে আরমান ভান্ডারী বলে এটি খাও তোমার শরীর ঠিক হয়ে যাবে। আরমানের কথা বিশ্বাস করে দুলালী ওই ওষুধ সেবন করেন এবং তার বাড়িতে স্বাভাবিক কাজকর্মও করে। এরপর ওই দিন বিকেলে সৈয়দপুর রেলওয়ের অফিসের পেছনে অবস্থানকালে দুলালী তলপেটে প্রচণ্ড ব্যথায় অচেতন হয়ে পড়ে। পরবর্তীতে খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীলিপ কুমার রায় তাকে (দুলালী) সেখান থেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থান অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দুলালীকে প্রথমে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়। রংপুর মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে দুলালী আক্তার তাকে বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগ এনে গত বুধবার (২৪ জুলাই) আরমান ভান্ডারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
সৈয়দপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসনাত খান গৃহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও কৌশলে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানোর মামলায় গৃহকর্তা আরমান ভান্ডারীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার তাকে (আরমান ভান্ডারী) আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।