শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
মোংলা প্রতিনিধি: মোংলার মাছমারা গ্রামে ২ আগস্ট শুক্রবার সকালে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. নমিতা হালদার। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার ১নং ওয়ার্ড মাছমারা এলাকায় এ বৃক্ষ রোপন কর্মসুচি পালন করেন তিনি।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাছমারা গ্রাম সাবেক সচিব ড. নমিতা হালদারের জন্মস্থান নিজ এলাকার ও কবরস্থানে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেলাবুনিয়া ধর্মপল্লীর সহকারি পালক পুরোহিত ফাদার জুয়েল ম্যাকফিল্ড, ফ্রেন্ডশীপ হাসপাতালের আঞ্চলিক সমন্বয়কারি মোঃ আতিকুল ইসলাম, আপন হালদার, আনন্দ হালদার, মিনা হালদার, সমার্পন দাস প্রমূখ। সাবেক সচিব ড. নমিতা হালদার বৃক্ষ রোপণ কর্মসুচিতে মাছমারা গ্রাম এবং কবরস্থানে প্রায় পাঁচ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।