বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

৩০ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা হল রাবেয়া-রুকাইয়া

৩০ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা হল রাবেয়া-রুকাইয়া

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দীর্ঘ ৩০ ঘণ্টার অস্ত্রোপচারের পর জোড়া মাথার দুই বোন রাবেয়া-রুকাইয়াকে আলাদা করেছেন হাঙ্গেরির চিকিৎসকেরা।

এর আগে গত জানুয়ারিতে তাদের হাঙ্গেরিতে পাঠানো হয়। সেখানে একবার অপারেশন করা হয়। ওই অপারেশনের মাধ্যমে তাদের মাথায় বিশেষ এক্সপান্ডার স্থাপন করা হয়।

দাতব্য সংস্থা অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের (এডিপিএফ) নিউরোসার্জন আন্দ্রেস কসোকে এএফপিকে দুই বোনের সর্বশেষ অবস্থা জানিয়েছেন, ‘চূড়ান্তভাবে আলাদা হওয়ার পর তারা স্থিতিশীল পর্যায়ে আছে। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে।’

অস্ত্রোপচারের আগে চিকিৎসকেরা বলেছিলেন, দুই বোনের বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি।

হাঙ্গেরির দাতব্য সংস্থাটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বজুড়ে গরিব মানুষকে তারা সেবা দিয়ে থাকে। রাবেয়া-রুকাইয়াদের বাড়ি পাবনায়।

২০১৭ সালে তারা ওই সংস্থাটির সাহায্য নেয়। গত বছর বাংলাদেশে দুই বোনের আরও একটি অপারেশন করেছিল প্রতিষ্ঠানটি।

এডিপিএফ এশিয়া এবং আফ্রিকায় ৫০০টির মতো জটিল অস্ত্রোপচার করেছে। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীও রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com