মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
স্ত্রীর ফেসবুক পেজে অন্য নারীর অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে পুলিশ কনস্টেবল স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।
অশোকনগর থানায় কনস্টেবল পদে কর্মরত সোমনাথ চক্রবর্তী গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন। তার বাড়ি অশোকনগর থানার কাকপুল এলাকায়। হাবড়া এলাকায় তার শ্বশুরবাড়ি।
বেশ কয়েকমাস ধরে স্বামী-স্ত্রী মধ্যে অশান্তি শুরু হয়। বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদের মামলাও চলছিল। এরই মধ্যে দিন কয়েক আগে সোমনাথ তার স্ত্রীর ফেসবুক পেজে অন্য এক নারী অশ্লীল ছবি পোস্ট করেন।
এ ঘটনায় মঙ্গলবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই সোমনাথকে গ্রেফতার করে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সোমনাথ।