শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ: চীনের একটি পরীক্ষাগারে বিশ্বের প্রথম মানব বানরের হাইব্রিড তৈরি করেছে দেশটির বিজ্ঞানীরা। এর আগে চীনে ক্লোন বানর বানানো হয়।
গবেষকরা জানিয়েছেন, যারা মানবজীবন রক্ষার জন্য এবং অঙ্গ প্রতিস্থাপনের জন্য প্রাণীর অঙ্গ ব্যবহার করতে চান, তারা বানরের হাইব্রিড তৈরি করার বিষয়টিকে গুরুত্বপূর্ণ উদ্যেগ হিসেবে দেখছেন।
হাইব্রিড বানর নিয়ে কাজ করা দলটি এর মধ্যেই তাদের গবেষণার বিষয়টি প্রকাশ করেছে। তারা বলছেন, বানরের ভ্রুণে মানব দেহের যেকোনো ধরণের টিস্যু তৈরি করতে সক্ষম হবে এই হাইব্রিডির মধ্য দিয়ে।
তবে এই পদ্ধতির মধ্যে বানরের অঙ্গগুলো বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এমনকি জিনগুলোকে নিষ্ক্রিয় করতে প্রথমে ভ্রুণকে জিনগতভাবে সংশোধন করা হয়েছিল। প্রাথমিক অবস্থায় এই পদ্ধতিকে মানব মস্তিষ্কের জন্য উদ্বেগজনকও বলা হচ্ছে।
এর আগে ঝং ঝং এবং হুয়া হুয়া নামের দুটি ক্লোন বানরের জন্ম দিয়েছিল চীন। যার মধ্যে ক্যান্সার, ডায়াবেটিসসহ বিভিন্ন জিনগত ত্রুটির গবেষণা ও নিরাময়ের কাজে লম্বা লেজওয়ালা এই বিশেষ ধরনের ক্লোন বানরকে কাজে লাগানো হবে।
বিজ্ঞানীদের কাছে এগুলো হবে এসব রোগ গবেষণায় মডেল। এখন যেমন গবেষণার কাজে ব্যবহার করা হয় গিনিপিগকে।