বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চন্দ্রা-আশুলিয়া সড়কে নন্দন পার্কের ফটকের সামনে বাড়ৈপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাটপাড়া এলাকার মো. নজরুল ইসলাম (৪০) এবং ঝিনাইদহের শৈলকুপা থানার পিরাতি গ্রামের জারজিদ হোসেন (৩৫)। তারা স্থানীয় ওয়ালটন কারখানার শ্রমিক বলে জানা গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে নন্দন পার্কের ফটকের সামনে বাড়ৈপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।