শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) হয়ে কে লড়বেন, তা নিশ্চিত করতে গঠন করা হয়েছে পার্লামেন্টারি বোর্ড। পরিবারের অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার ভাগ্নি মেহেজেবুন নেছা টুম্পা দলের মনোনয়ন ফরম কিনেছেন।
বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টির বনানীর কার্যালয় থেকে মেহেজেবুনের বড় ভাই ও দলের সংসদ সদস্য আজিজুর রহমান বোনের পক্ষে ফরম সংগ্রহ করেন।
এরশাদের বোন মেরিনা গত সংসদে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য ছিলেন। মেহেজেবুন নেছা মেরিনা রহমানের মেয়ে। মেহেজেবুনের বাবা আসাদুর রহমানও সংসদ সদস্য ছিলেন।
জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত রংপুরের উপ-নির্বাচনের জন্য এ পর্যন্ত তিনটি ফরম বিক্রি হয়েছে। অন্য দু’টি ফরম নিয়েছেন, পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ফখর উজ জামান জাহাঙ্গীর ও এস এম ইয়াসির।
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই মারা গেলে ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। শূন্য ঘোষণার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে রংপুর-৩ সদর আসনে নির্বাচন করবে নির্বাচন কমিশন।