শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ দলীয় নেতা-কর্মীদের হৃদয় নিংড়ানো ভালবাসা, দোয়া মোনাজাতে দীর্ঘায়ু আর সু-স্বাস্থ্য কামনার মাধ্যমে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক মন্ত্রী, কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব রেনিয়াবাতের ছোট সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র ৩৭তম জন্ম দিন।
জেলা ও উপজেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী সদস্য আশিক আবদুল্লাহ মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ উপদেষ্টা শাহানারা আবদুল্লাহ দম্পত্তির ছোট ছেলে।
জাতীয় শোকের মাসের কারণে আশিক আবদুল্লাহর ৩৭তম জন্মদিন উপলক্ষে অনাড়ম্বর আয়োজনে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে তার সু-স্বাস্থ্য কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মহিবুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
এদিকে আওয়ামী লীগ নেতা আশিক আবদুল্লাহ’র জন্মদিন উপলক্ষে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল হোসেনের উদ্যোগে ওই দিন সকালে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ চত্তরে পাঁচটি ফলদ বৃক্ষ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, অধ্যাপক সিরাজুস সালেকিন, সহযোগী অধ্যাপক অপূর্ব হাজরা, ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল হোসেন, সহসভাপতি রিপন সরদার, সাধারণ সম্পাদক জাকির পাইক, যুগ্ম সাধারণ সম্পাদ শাহাজাদা হাওলাদার, কলেজ ছাত্রলীগ সভাপতি বরুন আড়ৈসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র জন্ম দিন উপলক্ষে বাদ যোহর ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান সাগরের উদ্যোগে আগৈলঝাড়ায় বিভাগীয় বেবী হোমে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। বেবী হোমে আশ্রিত অনাথ শিশুদের নিয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে আশিক আবদুল্লাহ’র সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত উপস্থিত ছিলেন। মিলাদ শেষে হাজী বাবনউদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানার শিশুদের খাবার পরিবেশন করা হয়।