শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

আগৈলঝাড়ায় রাস্তার ওপর কবরস্থান নির্মাণের অভিযোগ

আগৈলঝাড়ায় রাস্তার ওপর কবরস্থান নির্মাণের অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় একটি রাস্তার ওপর জোর পূর্বক কবরস্থান নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (৩১ আগষ্ট) সকালে আগৈলঝাড়া থানায় ও উপজেলা নির্বহী কর্মকর্তার কাছে লখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মৃত বুলু মৃধার পুত্র দিলিপ মৃধা ও তার পরিবারের লোকজন রাস্তা বন্ধ করে পারিবারিক কবরস্থান বানিয়ে আমবৌলা সুইচগেট থেকে হালিম মৃধার বাড়ি হয়ে রজ্জব আলী কিন্ডার গাডেন হয়ে মুক্তিযোদ্ধা মাকেট ও আমবৌলা কেরামতিয়া মাদ্রাসার সংযুক্ত রাস্তাটি বন্ধ করে দিয়েছে। উক্ত কবরস্থানের কাজে বাধা দিতে বাগধা ইউনিয়নের চেয়ারম্যান বাবুল ভাট্টির নির্দেশে চৌকিদার ইদ্রিস আলী গিয়ে বাধা দিলে তার ওপর হামলা চালায়।ওই রাস্তায় ইউনিয়ন পরিষদ থেকে তিনবার বরাদ্ধ দেয়া হয়েছে। এঘটনায় গ্রামবাসী গতকাল সকালে আগৈলঝাড়া থানায় ও লিখিত অভিযোগ দায়ের করেছে।


অভিযুক্ত দিলিপের সাথে যোগাযোগের চেষ্ঠা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাচান মিঠুন জানান, ইউনিয়ন পরিষদের অর্থায়নে তিনবার রাস্তাটি সংস্কার করা হয়েছে।
বাগধা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি জানান, রাস্তাটি গুরুত্বপূর্ন জনগন চলাচলের জন্য। বিষটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হরে।
আগৈলঝাড়া থানার ওসি তদন্ত আকরাম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে শান্তিশৃখলা বজায় রাখার জন্য কাজ বন্ধ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com