রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
চালের দাম ৪০ টাকার নিচে রাখা যাবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার এক চা প্রদর্শনীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, চালের দাম কমে গেলে কৃষক ধান উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে। তাই কৃষকের স্বার্থ চিন্তা করে চালের দাম ঠিক রাখতে হয়।
তিনি আরো বলেন, চালের দাম কেজি প্রতি ৪০ টাকার নিচে রাখা বাস্তবসম্মত নয়। বর্তমানে চালের দাম যা আছে সেটাই থাকবে।
মন্ত্রীকে সাংবাদিকরা চালের দাম নিয়ে প্রশ্ন করলে তার জবাবে এসব বলেন তিনি।