মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৬ সেপ্টেম্বর) ২০১৯ রাধাষ্টমী ব্রত উপলক্ষে নরোত্তম সংঘের আয়োজনে সকাল ১১টায় সময় পুরোহিত পারাস্থ গোপিনাথ জিউ মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীর পূর্বে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে ঝলমল সিনেমা হলের সামনে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং উল্লেখিত সংঘকে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি জানান। এরপর র্যালীতে অংশ গ্রহন করেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, নরোত্তম সংঘের সকল সদস্যবৃন্দ সহ পুরোহিত পাড়াস্থ গোপিনাথ জিউ মন্দিরের ভক্তবৃন্দ ও কয়েশতাধিক নারী পুরুষ। র্যালীটি গোপিনাথ জিউ মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। অনুষ্ঠান আরম্ভ হয় ৩ ও ৪ সেপ্টেম্বরে (শ্রী মদ্ভাগবত পাঠ রাধাষ্টমী ব্রত ও রাধাতত্ব নিয়ে বিশেষ আলোচনা) ৫ সেপ্টেম্বর চতুষ্প্রহর ব্যাপী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন, র্যালী শেষে একইদিনে রাধারাণীর মহাঅভিষেক; ৭ সেপ্টেম্বর মধ্যাহ্নে গৌর গোবিন্দের ভোগরাগ মহাপ্রসাদ বিতরন ও মহন্ত বিদায়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন পরম বৈষ্ণব ও ভক্তপ্রদর অভিরাম দাস (অলক)।
ময়মনসিংহ থেকে দিলীপ কুমার দাস