সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বোর্ডবাজার এলাকায় রাঁধুনী নামে একটি খাবার হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হোটেলের তিনতলা ভবনটির কিছু অংশ ধসে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। এ সময় পাশের দুটি ভবনের কিছু অংশও ধসে পড়ে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় রাঁধুনী হোটেলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে হোটেলটির কিছু অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এছাড়া পাশের তৃপ্তি হোটেল ও আইএফআইসি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গণমাধ্যমকে বিস্ফোরণ ও ভবনধসের ঘটনাটি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান। তিনি বলেন, হোটেলটিতে গ্যাসের সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তদন্তের পরই বিষয়টি পরিষ্কার বলা যাবে।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, আহতদের মধ্যে তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক।