মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরের কালিকা পুর এলাকা থেকে ১৯ কেজি ভারতীয় জট গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার আবু বকর জানান, নায়েক শহিদুল ইসলাম বিজিবির নিজস্ব গোয়েন্দা সুত্রে খবর পেয়ে আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে ধর্মঘরের কালিকাপুর বাগানের ভিতর অভিযান চালিয়ে ১৯ কেজি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশীদ গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান বিজিবির অভিযানের টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।