বুধবার, ০৯ Jul ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৪ বস্তা মানুষের খুলি ও হাড় উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ৪ বস্তা মানুষের খুলি ও হাড় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি বাজার এলাকা থেকে ৩ জন মানুষের মাথার খুলিসহ চারবস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ভুল্লি বাজারে ঢাকাগামী কান্তি পরিবহন নামে একটি নাইট কোচ কাউন্টার থেকে মানুষের মাথাসহ হাড়গুলো উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও থানার এসআই আহমেদ বলেন, জব্দকৃত মাথার খুলি ও হাড় কবর থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ভুল্লি বাজারে কান্তি পরিবহনে ঠাকুরগাঁও শহরের তেলীপাড়া এলাকার মুকুল হোসেন নামে এক ব্যক্তি ওই ৪টি আলুর বস্তা বলে বুকিং করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

তবে যাত্রীবাহী ওই গাড়িটি রংপুর কাউন্টারে পৌঁছলে কর্তৃপক্ষের সন্দেহ হলে বস্তা দেখে। পরে সেটি ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ে আসা কান্তি পরিবহনে ওই বস্তাগুলো ফেরত পাঠায় কোচ কাউন্টার।

ঠাকুরগাঁও ভুল্লি কাউন্টারে বস্তা নামিয়ে খুলে দেখে মানুষের মাথার খুলিসহ বিপুল পরিমাণ হাড়। পরে পুলিশে খবর দিলে তা স্থানীয় থানায় আনা হয়।

ঠাকুরগাঁও থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় এ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com