শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ফেসবুকে মানহানি পোষ্ট: কথিত সাংবাদিক মনি গ্রেফতার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক ফেসবুকে মানহানিকর মিথ্যা স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ফরজুন আক্তার মনি নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিকেলে শহরতলীর জেকে উচ্চ বিদ্যালয় পয়েন্ট থেকে নবীগঞ্জ থানার একদল পুলিশ ডিজিটাল নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

তিনি দীর্ঘদিন যাবত সাংবাদিক ও মানবাধীকার কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে প্রতারণা করে আসছিলেন। কেউ প্রতিবাদ করলে মনির ফেসবুক আইডিতে বিভিন্ন রকম হুমকি ধামকি ও মানহানীকর স্ট্যাটাস (পোস্ট) দিয়ে অপদস্ত করতন। কিছুদিন পূর্বে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ এর বিরুদ্ধে তার ফেসবুক আইডিতে একাধিক মানহানিকর স্ট্যাটাস দিলে সাংবাদিক আজাদ বাদী হয়ে পুলিশ ডিজিটাল নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেন। পুলিশ উক্ত অভিযোগের সত্যতা পেলে রবিবার তাকে গ্রেফতার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com