মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
মোংলা প্রতিনিধি
মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ উভয় পক্ষের ৩ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় চাঁদাপাই ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হলদিবুনিয়ার বিপ্লব বৈরাগীর পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন বসবাস করছেন। তাদের পাশে অনেকদিন ধরে আশ্রিত হিসেবে থাকতো প্রকাশ বিশ্বাস, মিনা হালদার ও সুজন বিশ্বাস। আশ্রিত থাকার সুবাধে তারা প্রতিবেশীর সম্পত্তি জবরদখলে নিতে নানা ষড়যন্তে লিপ্ত হয়। এক পর্যায় মঙ্গলবার সকালে বিপ্লব ও তার ভাই জুলিয়ার বৈরাগী নিজের বসত ঘর সংস্কার করতে গেলে আশ্রিতরা নিজেদের সম্পত্তি দাবি করে বাঁধা সৃস্টি করে। এ সময় বাকবিতান্ডাসহ বিপ্লব বৈরাগী ও তার পরিবারের ওপর হামলা চালায় তারা। প্রতিপক্ষরা দা,কুড়াল সহ ধারালো অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে বিপ্লব বৈরাগী (৪৫), স্বপ্না বৈরাগী (৪৩), ও পূরাবী বৈরাগী (৩৫) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় পরস্পর বিরোধী অভিযোগ দায়ের হয়েছে। বিপ্লব বৈরাগীর স্ত্রী নিলীমা বৈরাগী অভিযোগ করেন, এ বিষয়টি স্থানীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক অবগত রয়েছেন। এ ছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান মোল্ল্যা তারিকুল ইসলাম, ই¯্রাফিল হাওলাদার ও ভাইস চেয়ারম্যান সহ আওয়ামীলীগের নেতারা কয়েক দফায় মিমাংসার চেষ্টা করলেও দখলকারী গ্রুপের লোকজন সাড়া দেয়নি। তারা আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি ও বসত ভিটা জবরদখল করতে পরিকল্পিতভাবে এ হামলা চালায় ।