শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

মোংলায় ডাকাতি হওয়া মালামাল চার বছর নেত্রকোনা থেকে উদ্ধারঃ আটক ২

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

মোংলা প্রতিনিধি: মোংলা বন্দর থেকে ৪ বছর আগের ডাকাতির ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আটককৃতদের কাছ থেকে লুটে নেওয়া দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। পিবিআই জেলা পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের নেতৃত্বে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বালিজোড়া এলাকা থেকে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে এদেরকে আটক করা হয়। আটককৃতদের শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামের দিলাল মিয়ার ছেলে রুহুল আমিন (২৯) এবং একই উপজেলার বালিজোড়া গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে আব্দুল মান্নান (৬৫)। পিবিআই’র পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদ বলেন, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে বন্দরের মোংলা উপজেলার পশ্চিম শেলাবুনিয়া জিয়া সড়ক এলাকার এ কে এম শওকত আলীর বাড়িতে মুখোশধারী ৪জন লোক ঢুকে দুটি মোবাইল সেট, স্বর্নালংকারসহ মোট ২ লক্ষ ৭৪ হাজার টাকার মালামাল লুট করে নেয়। পরে বাড়ির মালিক বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা করেন। প্রায় ৪ বছরেও থানা পুলিশ ওই ডাকাতি মামলার কু উদ্ধার করতে না পাড়ায় মামলাটির ফাইনাল রিপোর্ট দেয়। মামলার বাদীর না রাজির প্রেক্ষিতে চলতি মাসের ১ সেপ্টম্ব বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত পিবিআইকে মামলার তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে মোবাইলের আইএমইআই নাম্বারের মাধ্যমে লুট হওয়া মোবাইলে কোন সিম ব্যবহার হচেছ সেটা খুজে বের করা হয়। পরবর্তীতে মোবাইল ব্যবহারের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) এবং মোবাইল বিক্রির অভিযোগে রুহুল আমিনকে আটক করা হয়। তিনি আরও বলেন, তাদের জিজ্ঞাসা বাদে কে এই মোবাইল তাদের কাছে বিক্রি করেছে এবং এর সাথে কারা জড়িত এবং কোথা থেকে মোবাইল পেয়েছে, সে-সব তথ্য পাওয়া গেছে। এই তথ্য নিয়ে ডাকাতির মূল আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান পিবিআই জেলা পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com