সোমবার, ২৮ Jul ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
মোংলা প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জম্মদিন পালন করলো মোংলা আওয়ামীলীগ ও তার অংঙ্গ সংগঠন। দিনটি উপলক্ষে শনিবার সকার সাড়ে ১০টার দিকে মোংলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যেগে পৌর শহরে আনন্দ শোভাযাত্রা বের হয় এবং স্বাধীরতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য আর্পন করে নেতা কর্মীরা। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যলয় কেক কেটে তার ৭৩তম জন্মদিন পালন করে তারা। স্থানীয় দলীয় কার্যলয় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইদ্রিস আলী ইজারাদার, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আঃ সালাম, সাধারন সম্পাদক জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, থানা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রফিল হোসেন, পৌর সভাপতি মোঃ কামরুজ্জামান। পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আল মামুন, মহিলা সভানেত্রী দুলালী বেগম, মিসেস শিউলী ইয়াসমিন, থানা ছাত্রলীগের সভাপতি সিকদার ইয়াসিন আরাফাত, সাঃ সম্পাদক সজিব খানঁ, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী রানা, সাঃ সম্পাদ শেখ শাহরুপ বাপ্পি, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি রাইজুল ইসলাম সানীসহ আওয়ামীলী, যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ছাড়াও দলীয় অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন তার বক্তব্যে বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান। বাবা-মায়ের প্রথম সন্তান শেখ হাসিনার ডাক নাম ছিলো হাসু। ভাইবোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে গুলি করে হত্যা করে তৎকালিন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যরা। ১৯৮১ সালের ১৩-১৫ ফেব্রয়ারী আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর ওই বছরের ১৭ মে দেশে প্রত্যাবর্তন করেন তিনি। এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। বিগত ১/১১ এর পর ২০০৮ সালের নির্বাচনে জিতে ফের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই থেকে টানা তিন তিনবার প্রধানমন্ত্রীর পদে রয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার দক্ষতা, দুর্ধশিতা আর প্রচেষ্টায় ২০৪১ সালে এ দেশ হবে উন্নত বাংলাদেশ। তিনি আমাদের সাংগঠনিক নেত্রী, সংসদ নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের মাধ্যমে উনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা কামনা করেন এবং প্রত্যাশা করি উনার গতিশীল নেতৃত্বে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে, দুর্নীতি, মাদক ও সন্ত্রাস মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তি সংগ্রামের ধারায় জাতীয় ঐক্যের মাধ্যমে কার্যকরী পদক্ষেপের বাস্তবায়ন-ই হোক প্রদানমন্ত্রীর ৭৩তম জন্মদিনে তার পরিকল্পনা।